"অসমাপ্ত"
আমার লেখা এখনও পর্যন্ত সর্ববৃহৎ উপন্যাস, পালক পাবলিশার্স এর হাত ধরে প্রকাশিত।যার শব্দ সংখ্যা দু'লক্ষ ঊনষাট হাজার।
বইটির পৃষ্ঠাসংখ্যা: 1072
চার অভিন্নহৃদয় বন্ধুর কৈশোর থেকে যৌবনে উত্তরণের , তাদের ভালোবাসা , ব্যথা , বেদনা , জীবনসংগ্রামের কাহিনী অসমাপ্ত । এক স্বপ্নপূরণের মরীচিকার পিছনে ছুটে চলার নাম অসমাপ্ত , যে মরীচিকা একদিন বাস্তব হয়ে ধরা দেয় , সেই জীবনকাহিনীর নামই অসমাপ্ত । প্রতিনিয়ত মরতে মরতে বাঁচার নাম অসমাপ্ত , আর মরে যাওয়ার পরও স্মৃতিতে বেঁচে থাকার নাম অসমাপ্ত । নিজের শর্তে বাঁচতে চাওয়া এক মেয়ের কাহিনী অসমাপ্ত , আবার সব কিছু হারিয়েও সবাইকে নিয়ে সংসারে নিজের সবটুকু উজাড় করে দেওয়া এক মেয়েরও কাহিনী অসমাপ্ত । এ কাহিনী আসলে এ যুগের সব কিশোর কিশোরী , তরুণ তরুণীদের । তাদের জন্যই এই সুবিশাল , সুদীর্ঘ জীবনকাহিনী ।
সমুদ্র , সৌর , রূপ আর ঋষি এই চার বন্ধু শুধু বন্ধুই নয় , তারা ভাই , বা "ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স" । তাদের ভালো লাগা , ভালোবাসা সবই একসূত্রে গাঁথা । তারা একে অপরকে হারিয়ে জিততে চায় না , চায় সবাই একসঙ্গে জীবনের রেসটায় জিততে । তাইতো এক বন্ধু দৌড়ে পিছিয়ে পড়লেও তাকে কাঁধে করে তুলে সবাই মিলে একসাথে দৌড়ায় সবুজ ঘাসে মোড়া মাঠে । মাঠের দৌড়টা একইসাথে জেতেও ।
কিন্তু জীবনের দৌড়টা ??? সেখানে কী অপেক্ষা করে আছে তাদের জন্য !!! সেই দৌড়টাতেও কি তারা একইসাথে জিতবে ?? নাকি সেখানে একে অপরকে হারানোর খেলায় মেতে উঠবে তাদের কেউ কেউ। জানতে হলে পড়তে হবে এই বই টা ।
সমুদ্র , সৌর , রূপ আর ঋষি এই চার বন্ধু শুধু বন্ধুই নয় , তারা ভাই , বা "ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স" । তাদের ভালো লাগা , ভালোবাসা সবই একসূত্রে গাঁথা । তারা একে অপরকে হারিয়ে জিততে চায় না , চায় সবাই একসঙ্গে জীবনের রেসটায় জিততে । তাইতো এক বন্ধু দৌড়ে পিছিয়ে পড়লেও তাকে কাঁধে করে তুলে সবাই মিলে একসাথে দৌড়ায় সবুজ ঘাসে মোড়া মাঠে । মাঠের দৌড়টা একইসাথে জেতেও ।
কিন্তু জীবনের দৌড়টা ??? সেখানে কী অপেক্ষা করে আছে তাদের জন্য !!! সেই দৌড়টাতেও কি তারা একইসাথে জিতবে ?? নাকি সেখানে একে অপরকে হারানোর খেলায় মেতে উঠবে তাদের কেউ কেউ। জানতে হলে পড়তে হবে এই বই টা ।
"অসমাপ্ত"-র তীব্র ব্যঞ্জনাময় অক্ষরে সাজানো রয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা,সন্তানের প্রতি বাবা-মায়ের স্বাভাবিক কর্তব্য ও অন্ধ ভালোবাসার দ্বন্দ্ব,এছাড়াও রয়েছে বর্তমান প্রজন্মের সামাজিক মাধ্যমের প্রতি তীব্র উন্মাদনার ফলে মানসিক অবসাদ ও তার সুদূরপ্রসারী ফলাফল সম্পর্কিত পরিণতি।এই মনস্তাত্ত্বিক উপন্যাসটির প্রতিটা আখরে ফুটে উঠেছে ভালোবাসা,বন্ধুত্ব,কর্তব্য,প্রেম এবং মনস্তাত্ত্বিক ঘাত-প্রতিঘাতের একাধিক বর্ণময় চিত্র।
সারা ভারতের যে কোনও জায়গা থেকে বাড়িতে বসে অর্ডার করতে পারেন পালক পাবলিশার্সের অফিসিয়াল ওয়েবসাইটে।
এছাড়াও অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে Palok Publisher : 9433320612
বই-সংক্রান্ত যে কোনও প্রয়োজনে কথা বলুন : 9433320612/13
অনলাইনে: Amazon & Flipkart
বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে: Indo Bangla Book Shop - +880 1556-436147, বাতিঘর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন