অনুসরণকারী

শনিবার, ২৮ আগস্ট, ২০২১

মুহূর্তেরা বন্দী প্রিবুকিং














 



শুরু হয়ে গেলো বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। শুরু হল "মুহূর্তেরা বন্দী"-র প্রিবুকিং।

মুদ্রিত  মূল্য-৪০০

প্রিবুকিং স্পেশাল ২৫ শতাংশ  ছাড় পাবেন পাঠকরা প্রিবুক করলে, সাথে থাকছে বিশেষ বুকমার্ক ও সই।

পাঠকদের সুবিধার্থে ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ দুই মাধ্যমেই প্রিবুক করা যাবে—( পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রিবুক করতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রিবুক করতে হবে)

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করতে হোয়াটসঅ্যাপ করুন—7439112665

ওয়েবসাইটে প্রিবুক করতে 

১।  লিঙ্ক এ ক্লিক করুন।  Click Here

২।আপনার পিনকোডটি দিন সার্ভিস অ্যাভেলেবিলিটি যাচাই করতে

৩। Buy অপশনে ক্লিক করুন

৪।  নাম ঠিকানা যথাযথ ভাবে পূরণ করুন ও পেমেন্টের মাধ্যমে প্রিবুকিং নিশ্চিত করুন।

** বুকিং করতে যে কোনো সমস্যাতে হোয়াটসঅ্যাপ করুন—7439112665

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন